আঁধার! নীল রঙের আঁধার! এক অদ্ভূত আঁধার! পর্নোগ্রাফি! মহামারীর মতো ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। নগরে, গ্রামে। শিশু থেকে বৃদ্ধ সবাইকে অক্টোপাসের শুঁড়ের মতো জড়িয়ে ধরেছে।চিন্তায় বুনেছে ধ্বংসের বীজ। গ্রাস করে নিয়েছে সবকিছু। ছিনিয়ে নিয়েছে নির্ভাবনাময়,পবিত্র শৈশব,কৈশোর, মৌলিক প্রেম।মানবতা। . আমরা পাত্তা দেইনি। ভালোমানুষির ভান ধরে থেকেছি, চোখবুজে অস্বীকার করতে চেয়েছি বাস্তবতা। ভেবেছি এভাবেই একদিন সকালের দেখা পাব, কেটে যাবে নীল রঙের আঁধার। . আমরা ভুল করেছি। আমরা ভুল ছিলাম। আজ সেই ভুলের মাসুল দিতে হচ্ছে আমাদের কড়ায় গন্ডায়। অজস্র ধ্রুপদী প্রেমিক,মৌলিক মানুষ,আর স্নিগ্ধ নারীদের হৃদয় ভেঙ্গে গিয়েছে। মমতাময়ীদের পাখির নীড়ের মতো চোখে নেমেছে অশ্রুর ঝুম বৃষ্টি, রঙ্গিন স্বপ্ন ঝরিয়ে ফেলেছে মুকুলেই। . শিশু নির্যাতন, ধর্ষণ, অজাচার, হত্যা, মানবপাচার, মাদকব্যবসা, এইডস, সমকামিতা,হতাশা, আত্মহত্যা,বিবাহ বিচ্ছেদ আরো কতো কিছুর পেছনে কলকাঠি নাড়ছে এই নীল আঁধার তার হিসেব আমরা করিনি।