আরবিতে সুকুনশব্দটি আল-হারাকাবা গতিশীলতার বিপরীত শব্দ হিসেবে ব্যবহৃত হয়। আরবি ব্যাকরণে আল-হারাকা একটি হরফের মাত্রার মতাে। এটি নির্দেশ করে কীভাবে হরফটি গতি পাবে বাকীভাবে উচ্চারিত হবে। যখন কোনাে অক্ষরের উপরে সুকূনপাওয়া যায় তখন অক্ষরটিকে মূল অক্ষরের মতাে করেই উচ্চারণ করতে হয়, সেখানে স্থির হতে হয় ৷ বিয়ের প্রথম ও প্রধান উদ্দেশ্য হিসেবে আল্লাহ সুকুন বা প্রশান্তি লাভের কথা বলেছেন। তিনি বলেছেন, তিনি আমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন যেন আমরা তাদের সাথে সুকুন তথা প্রশান্তি খুঁজে পাই। তাই এই চুক্তিটির প্রথম শর্ত হলাে, স্বামী-স্ত্রী দুজন দুজনের সাথে প্রতিজ্ঞা করছে যে তাদের যৌথ এ জীবনধারার প্রতিটি কাজকর্ম এমন হবে যা তাদের উভয়ের জন্য হবে সুকুন বা প্রশান্তির উৎস। তাদের আবাস-নিবাস, তাদের ঘনিষ্ঠতা, তাদের সহযােগিতা ও সহমর্মিতা—সবকিছুই হবে পারস্পরিক প্রশান্তির উৎস।
তারা আল্লাহকে সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করছেন যে, তারা জীবনসঙ্গীর কাছ থেকে পূরণীয় একান্ত বিষয়গুলাে আর কোথাও খুঁজবেন না। তাদের চোখ, কান ও হৃদয় জীবনসঙ্গী ছাড়া অন্য কোথাও গিয়ে দিকহারা হবে না। তারা জীবনসঙ্গীর প্রতি কোনাে অবহেলা করবে না, তাকে ছেড়ে যাবেনা, ফেলে যাবে না।