Note : All deposit is refundable
পাইথন একটি অত্যন্ত জনপ্রিয় ও শক্তিশালী প্রোগ্রামিং ভাষা। বিভিন্ন রকমের সফটওয়্যার তৈরিতে যেমন পাইথনের ব্যবহার আছে, তেমনি বিশ্বজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রোগ্রামিং শেখানোর জন্যও পাইথন বেশ জনপ্রিয়। বাংলাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে প্রোগ্রামিং এসেনশিয়ালস কোর্সে পাইথন দিয়ে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কাজটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীদের জীবনে প্রথম প্রোগ্রামিং কোর্সটির গুরুত্ব অপরিসীম। এই কোর্সে পিছিয়ে পড়লে কিংবা প্রোগ্রামিংয়ের নেশায় না মাতলে শিক্ষার্থীদের বাকী শিক্ষা জীবন খুব বেশি আনন্দময় হয় না। অন্যদিকে প্রোগ্রামিংয়ের মজাটা একবার পেয়ে গেলে এবং বেসিক জ্ঞান ও দক্ষতাটুকু অর্জন করে ফেললে সামনে চলার পথটুকু অপেক্ষাকৃত মসৃণ হয়। তাই শিক্ষার্থীদের সঠিকভাবে প্রোগ্রামিংয়ের জগতে প্রবেশ করানোর দায়বদ্ধতা থেকেই বইটি লেখা। বইটি ঠিকভাবে অনুসরণ করলে এবং সেই সঙ্গে প্রোগ্রামিংয়ের পেছনে সময় দিলে শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিংয়ের প্রতি কোনো ভীতি তো থাকবেই না, বরং তারা আরো বেশি প্রোগ্রামিং চর্চা করতে উৎসাহিত হবে।
ঝংকার মাহবুব। BUET থেকে ২০০৭ এ পাশ করার পর নিজস্ব ফার্মে কনসালটেন্ট হিসাবে কাজ করে। ২০১২ সালে নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স ডিগ্রী শেষ করে বর্তমানে শিকাগো শহরে nielsen এ ওয়েব ডেভেলপার হিসাবে কাজ করছে। খুব অল্প বয়সেই লেখালেখি শুরু করেন ঝংকার মাহবুব।