Note : All deposit is refundable
নেটওয়ার্ক কার্ডের মাধ্যমে একটি পিসি-কে অন্য পিসির সাথে সংযুক্তির জন্য যে ডিভাইসটি ব্যবহৃত হয় তা হচ্ছে নেটওয়ার্ক ক্যাবল। কিন্তু ওয়্যারলেস নেটওয়ার্কিং বা মাইক্রোওয়েভ লিঙ্কের বেলায় কোন ফিজিক্যাল ক্যাবল ব্যবহৃত হয় না। এক্ষেত্রে ইনফ্রারেড বা ওয়্যারলেস ডিভাইস ইলেকট্রম্যাগনেটিক সিগন্যালের দ্বারা একে অপরের সাথে যােগাযােগ করে। এ কারণেই নেটওয়ার্ক মিডিয়া শব্দটি ক্যাবল-ভিত্তিক এবং ক্যাবল-বিহীন উভয় প্রকার যােগাযােগ ব্যবস্থার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।
নেটওয়ার্ক মিডিয়াকে প্রধানত দু'ভাগে বিভক্ত করা হয়। প্রথমতঃ বাউন্ডেড মিডিয়া (Bounded Media) যা ফিজিক্যাল নেটওয়ার্ক ক্যাবলিং নামেও পরিচিত। এ ধরনের মিডিয়া হচ্ছে কপার, ফাইবার ইত্যাদি। দ্বিতীয়তঃ আনবাউন্ডেড মিডিয়া (Unbounded Media) যেমন মাইক্রোওয়েভ, ওয়্যারলেস এবং ইনফ্রারেড নেটওয়ার্ক লিঙ্কস। বর্তমানে কম্পিউটার নেটওয়ার্কিং-এর জন্য বিভিন্ন ধরনের মিডিয়া ব্যবহার করা হচ্ছে। এদের মধ্যে এমন কিছু মিডিয়া আছে যাদের ডেটা ট্রান্সমিশন গতি বেশি এবং দূরবর্তী ডিভাইসকে সংযুক্ত করতে পারে। এখানে উল্লেখ্য যে, নেটওয়ার্ক মিডিয়া, কানেক্টর, ইলেকট্রিক্যাল সিগন্যাল ওএসআই মডেলের প্রথম স্তরের আওতাভুক্ত। বহুলভাবে ব্যবহৃত হচ্ছে এমন জনপ্রিয় কতিপয় মিডিয়া নিয়ে এ অধ্যায়ে আলােচনা করা হচ্ছে।