Note : All deposit is refundable
ASP.Net সার্ভার প্রােগ্রামটি যে কমপিউটারটিতে থাকে সেই কমপিউটারটিও কিন্তু ওয়েব সার্ভার নামে পরিচিত। সুতরাং আমরা বলতে পারি ওয়েব সার্ভার কথাটি, কোন সার্ভার প্রােগ্রাম এবং, যে কমপিউটারে এটি রান করে সেই কমপিউটার এই উভয়কেই প্রতিনিধিত্ব করে। ওয়েব সার্ভারের বৈশিষ্ট্যসমূহ ঃ একটি ওয়েব সার্ভার কমপিউটার কিন্তু আর দশটা কমপিউটারের মতােই। এর যে সব বেসিক বৈশিষ্ট্যগুলাে রয়েছে সেগুলাে হলাে, • একে সবসময় ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হয় যেন ক্লায়েন্ট চাওয়া মাত্র এতে হােষ্ট করা ওয়েব সাইটটি প্রদর্শিত হয়। • একই সাথে এটি কেবল ইন্টারনেটে কানেক্টেড থাকলেই চলবে এতে সবসময় ওয়েব সার্ভার প্রােগ্রামটিও রান করা অবস্থায় থাকতে হবে। সংক্ষেপে বলা যায় কোন ওয়েব সাভার হচ্ছে একটি কমপিউটার যা সর্বদা ইন্টারনেট বা ইন্ট্রানেটের সাথে সংযুক্ত থাকবে এবং এতে ওয়েব সার্ভার নামেরই একটি সফটওয়্যার থাকতে হবে, যা ঐ পিসিতে সর্বদা রানিং অবস্থায় থাকতে হবে। ঐ ওয়েব সার্ভার কর্তৃক হােষ্টকৃত কোন ওয়েব সাইটকে যখনই কোন ওয়েব ব্রাউজার এক্সেস করার চেষ্টা করবে তখন ওয়েব সার্ভার নামের ঐ প্রােগ্রামটি আসলে ক্লায়েন্টের চাহিদামতাে সঠিক ওয়েব পেজটিকে সার্ভ করবে। ইন্টারনেটের সমস্ত ওয়েব সাইটগুলাে পৃথিবীর বিবিন্ন প্রান্তে থাকা কতিপয় ওয়েব সার্ভার দ্বারা হােষ্টেড হয়ে থাকে।