Note : All deposit is refundable
মাইক্রোসফ্ট এ্যাকসেস্ ২০১৩ ১ম অধ্যায় ১.১ Microsoft Access 2013 কি? (What is Ms Access 2013) Microsoft Access (MSA) 2013 হচ্ছে Database তৈরি এবং মেইনটেইন (Maintain) করার প্রােগ্রাম (Program). ১.২ ডেটাবেজ কি? (What is Database) Database হচ্ছে Data সংরক্ষন (Store) করার স্থান। যেখানে সুসজ্জিত (Organized) ভাবে Data সংরক্ষণ (Store) করা য়ায এবং প্রয়ােজনে খুব সহজেই সেই Data ঐ Database থেকে নেওয়া যায়। ডেটাবেজ এ Data রাখা Data নেওয়া এবং ডেটা ব্যবহার করে প্রয়ােজন অনুযায়ী Information সরবরাহ (Provide) করার প্রসেস গুলাে করা হয় Ms access 2013 দ্বারা। Ms Access 2013 উপরােক্ত Process গুলাে ৪ টি Object দ্বারা সম্পন্ন করা হয়। ১.৩ Ms Access 2013 এর Object সম্পর্কে ধারনা ঃ (Concept access 2013 Object) Ms Access 2013 সাধারনত ৪টি Object থাকে। মূলত এই ৪টি Object দিয়ে database মেইনটেইন (Maintain) করা হয়। নিচে ৪টি Object দেওয়া হলাে। ১. Table : Ms Aceess এ টেবিলের (Table) মাধ্যমে Data রাখা হয়। ২. Form: Form এর মাধ্যমে খুব সহজেই টেবিলে Data রাখা যায়। ৩. Queries: কিউরির (Query) এর মাধ্যমে Database থেকে কোন নির্দিষ্ট Data নিয়ে আসা হয়। ৪. Reports: রিপাের্ট (Report) এর মাধ্যমে খুব সহজেই পাঠক (Reader) এর কাছে information উপস্থাপন করা যায়।