Note : All deposit is refundable
কমপিউটার ভাইরাস! ব্যবহারকারীদের জন্য এক বিরাট আতংক। কয়েক বছর ধরে কমপিউটার ব্যবহার করছেন অথচ ভাইরাসের সাথে সাক্ষাত হয়নি এমন ইউজার খুঁজে পাওয়া ভার। বিশ্বের নানা স্থান থেকে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে নতুন নতুন ভাইরাস। এসব ভাইরাস দ্রুত ছড়িয়ে যাচ্ছে সর্বত্র। বর্তমান ইন্টারনেট প্রযুক্তির বদৌলতে নতুন ভাইরাসের জন্মের কয়েক ঘন্টার মধ্যেই ছড়িয়ে পড়ছে বিশ্বের আনাচে কানাচে। ভাইরাস কী করে? কীভাবে করে? কেন সৃষ্টি করা হয়? ভাইরাস কি শুধুই ক্ষতিই করে? এটি কি হার্ডওয়্যারেরও ক্ষতি করতে পারে? ভাইরাস থেকে বাঁচার উপায় কী? ভাইরাসে সংক্রমিক হলে কী করতে হবে? ইত্যাদি প্রশ্নের জবাব নিয়ে এ প্রকাশনা। এসব প্রশ্নের জবাব ছাড়াও রয়েছে ভাইরাস সম্পর্কে খুঁটিনাটি আরও অনেক বিষয়। এছাড়াও জনপ্রিয় এন্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল ও ব্যবহার করার নিয়মও দেয়া হয়েছে এ বইতে। শুধু ভাইরাস নিয়ে বাংলাভাষায় এটি একটি ব্যতিক্রমধর্মী প্রথম প্রকাশনা। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে দ্রুত শেষ করেছি। চেষ্টা করেছি ভাল করতে। অন্যান্য বিষয়ের ন্যায় এ বিষয়ে তেমন কোন সহায়ক নেই বললেই চলে; তবু না দমে চেষ্টা করেছি আন্তরিকভাবে। বাংলাভাষাভাষীদের জন্য কমপিউটারের ব্যতিক্রমধর্মী এ প্রকাশনাটি উপহার দিতে পারায় মহান প্রভু আল্লাহর অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি।