Note : All deposit is refundable
ডন আর রব- দুই গুপ্তধন শিকারি। ওর বেরিয়েছে সুন্দরবনের গভীরে এক হারিয়ে যাওয়া দুর্গ খুঁজতে । সঙ্গে আছে পাহাড় নামের এক কিশোর মাঝি। দলবলসহ ওদের পিছু নিয়েছে ভয়ংকর জলদুস্যু গোঙ্গা। এদিকে সোমো নামের অবিষ্যৎকালের এক যোদ্ধা টাইম মেশিন ব্যবহার করে সুন্দরবনে এসে পড়েছে। সে এসছে বাঘের রক্ত সংগ্রহ করতে। সোমোর অদ্ভুত সব ক্ষমতা দেখে ডন আর রব চাইছে সোমোর সাহায্য নিয়ে সে দুর্গ খুঁজে বের করতে। কেউই জানে না সোমোর পিছু পিছু কীভাবে বর্তমানকালের মাটিতে নেমে এসেছে কয়েকজন ভবিষ্যতের শত্রু!
শাহরিয়ার কবির বাংলাদেশের একজন খ্যাতিনামা লেখক, সাংবাদিক, ডকুমেন্টরী চলচ্চিত্র নির্মাতা। ১৯৫০ খ্রীস্টাব্দের ২০ নভেম্বর তিনি ফেনীতে জন্মগ্রহণ করেন। লেখক হিসাবে তার প্রধান পরিচয় তিনি একজন শিশুসাহিত্যিক। তার নির্মিত প্রামাণ্যচিত্রের মধ্যে জিহাদের প্রতিকৃতি অন্যতম।১৯৯২ সাল থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষ শক্তির বিরূদ্ধে কাজ করে চলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক শিক্ষা সম্পূর্ণ করে শাহরিয়ার কবির ১৯৭২ সালে সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিক হিসেবে যোগদান করেন এবং ১৯৯২ সাল পর্যন্ত নির্বাহী সম্পাদক পদে থাকেন। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এর সাথে যুক্ত আছেন। শাহরিয়ার কবির বলেনঃ“ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ধ্বংস করা যায় না। বাংলাদেশে অধিকাংশ সময় নেতৃত্ব দিয়েছে ৭১’র পরাজিত শক্তি। তারা মুক্তিযুদ্ধের সব কিছু ধ্বংস করতে চেয়েছে কিন্তু পারেনি। তিনি বলেন, দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়। মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করেছে। আমরা বিশ্বাস করি ২০১৩ সালের মধ্যে শীর্ষ স্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হবে।