Note : All deposit is refundable
তরুণ চিত্রশিল্পী তৌফিক সাইকেল চালিয়ে যাচ্ছিল নিজের কাজে। পথে হঠাৎ সংঘর্ষ ঘটল একটি গাড়ির সাথে। ড্রাইভারের সাথে ঝগড়া করতে গিয়েও করা হয়ে উঠল না তার কারণ ড্রাইভারের আসনে বসে আছে অনিন্দ্য এক সুন্দরী! জোশী, ধনী বাবার একমাত্র মেয়ে। তার পিছু নিতে গিয়ে ঘটনাচক্রে জোশীর বডিগার্ডের চাকরি পেয়ে গেল তৌফিক। এদিকে জোশীকে কিডন্যপ করতে উঠে পড়ে লেগেছে কুখ্যাত শিল্পপতি বাবর সোবহানের দল। তৌফিক কি পারবে জৌশীকে কিডন্যাপদের হাত থেকে রক্ষা করতে? জোশী কি পারবে তৌফিকের আসল পরিচয় জানতে? তারা দুজন কি পারবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে?