Note : All deposit is refundable
১. একক কাকে বলে?
উত্তর : কোনাে একটি রাশির পরিমাপ বােঝাতে গেলে বিশেষ সুবিধাজনক একটি পরিমাণকে নির্দিষ্ট ধরা হয় এবং ঐ নির্দিষ্ট পরিমাণকে মান ধরে সমপ্রকার যে কোনাে রাশির পরিমাপ নির্ণয় করা হয়ে থাকে। ঐ নির্দিষ্ট পরিমাণ তথা মানকে বলা হয় একক।
২. প্রাথমিক একক ও লব্ধ একক কাদের বলা হয় ?
উত্তর : দৈর্ঘ্য, ভর ও সময় এই তিনের একক পরস্পর পরস্পরের উপর নির্ভর করে । তাই এদের একককে বলা হয় প্রাথমিক একক।
আবার প্রাথমিক একক থেকে অন্যান্য এককও গঠন করা হয়ে থাকে, তাই যে সব একক প্রাথমিক একক থেকে গঠিত হয় তাদেরই বলে লব্ধ একক।