Note : All deposit is refundable
বাড়িতে এসে বুড়ার আর তর সইছিল না। মন তার উড়ু উড়ু কখন রাত আসবে, সবাই ঘুমিয়ে পড়বে, আর তারপর নিজের ঘরের দরােজা জানালা বন্ধ ক'রে দিয়ে কল্পনার পাখা মেলে সে উড়াল দিবে জ্ঞানপুরীর উদ্দেশে, যেখানে সে সাক্ষাৎ পাবে গুরুজীর। তারপর গুরুজী তাকে পছন্দ করলে তাকে সত্যি সত্যি তুলে নিয়ে যাবেন সেখানে। কিন্তু এই শেষােক্ত কথাটা ভাবতে তার গা ছম ছম করছিল। কী হবে যদি সে কোনাে ভুলের কারণে আর ফিরে না আসতে পারে? যদি তাকে সেই নির্জন ভূবনে চিরকালের মতাে থেকে যেতে হয়? যাবার সময়ে তাে গুরুজী তাকে সাহায্য করবেন, কিন্তু যদি আসার সময়ে মাঝপথে মহাশূন্যে কোথাও তার ঘুম ভেঙে যায়?
তাহলে কি তার বিপদ হবে? বিপদের কথা জেনে ফেলে বলেই তাে মানুষ বিপদে পড়ে। সুতরাং মাঝপথে ঘুম ভেঙে গেলে আর যদি পথচলা সম্ভব না হয়? কিন্তু তবুও তাে ভয় পেলে চলবে না। জ্ঞানের অভিযানের ক্ষেত্রে ভয়কে সত্যিকার অর্থে ভয় পাবার ছেলে বুড়া নয়। তাছাড়া বাসুদেব স্যারের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। আর এমনও তাে হতে পারে যে সেই জগৎটা নির্জন নয়।