Note : All deposit is refundable
আমাদের দেশে ইলেক্ট্রনিক্সে আগ্রহী অনেক ছেলে-মেয়ে রয়েছে। কিন্তু তাদের হাতের কাছে এ বিষয় সম্পর্কে তেমন কোন উদ্ভাবনী মূলক বই-পত্র নেই। তাদের সকলের কথা ভেবেই আমাদের বাংলাদেশের কিছু শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত ক্ষুদে ইলেক্ট্রনিক্স প্রযুক্তিবিদ এবং ভারতের পশ্চিম বঙ্গের বিভিন্ন স্থানের শ্রেষ্ঠ ক্ষুদে ইলেক্ট্রনিক্স হবিষ্টদের কিছু বাছা বাছা গুরুত্বপূর্ণ প্রজেক্ট দিয়ে এই বইটি সাজানাে হয়েছে। তাছাড়া যারা এ বিষয়ে অপেক্ষাকৃত নবীন তাদের সুবিধার জন্য এই বইটিকে দুটি অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশে তাদের জন্য রয়েছে ইলেক্ট্রনিক্সএর প্রাথমিক কিছু কথা-বার্তা, ইলেক্ট্রনিক্সের নানা রকম যন্ত্রাংশের সঙ্গে সংক্ষিপ্ত পরিচয় ইত্যাদি । এবং বইয়ের দ্বিতীয় অংশে রয়েছে প্রায় ৬৫টির মতাে বিভিন্ন রকমের ইলেক্ট্রনিক্স প্রজেক্ট। এই প্রজেক্টগুলির কিছু কিছু সহজ ও কিছু কিছু একটু অপেক্ষাকৃত জটিল। সচিত্র সার্কিট ডায়াগ্রাম সহ সেগুলির বিবরণ ও উপকরণ তালিকা আকারে লেখা হয়েছে।
এই বইটি সম্পাদনা করতে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাহায্য করছেন আমার স্নেহের অনুজ সুব্রত সাহা । যে নিজেও একজন ইলেক্ট্রনিক্স প্রযুক্তিবিদ। তাছাড়া এ বিষয়ে বিশেষজ্ঞ অনেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজেক্টগুলি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন। তাঁদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ। সবশেষে কৃতজ্ঞতা জানাই অনুপম প্রকাশনীর স্বত্ত্বাধিকারী শ্রী মিলন নাথ মহােদয়কে , যার ঐকান্তিক সাহায্য-সহযােগীতা ও অনুপ্রেরণা না পেলে এই বইটি বােধ হয় প্রকাশের মুখই দর্শন করতাে না। তাই তাকেও আমার পক্ষে থেকে জানাই অশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন।