Note : All deposit is refundable
সেসব খেলনার মধ্যে ছিল পুঁতি, ঝিনুকের খােল, ছুরি, কাঁচি, হাত-কুড়াল আর ছােট আয়না। ক্যাপ্টেন ঠিক করলেন, ব্রাজিলের উপকূল ধরে উত্তরের দিকে যাত্রা করবেন। তারপর পুবদিকে এগিয়ে আটলান্টিক পার হয়ে আফ্রিকায়। একটানা কুড়ি দিন ধরে সাগরে এগিয়ে চলল জাহাজ। দক্ষিণ | আমেরিকার উত্তর প্রান্ত কাছাকাছি চলে আসছিল। এই সময় প্রচণ্ড এক হারিকেন আঘাত হানল। টানা দশটি দিন ধরে ক্রুদ্ধ ঝােড়াে বাতাস জাহাজটাকে চারদিকে তাড়িয়ে নিয়ে বেড়াল। দুজন নাবিক সমুদ্রে ভেসে গেল। আরেকজন জ্বরে মারা পড়ল। রবিনসন ধরেই নিয়েছিল, যেকোনাে মুহূর্তে সাগর তাদের গিলে খাবে। পালগুলাে ছিড়ে গেছে, মাস্তুল ভেঙে গেছে, জাহাজের কয়েক জায়গায় ফুটো হয়ে পানি ঢুকছে।