Note : All deposit is refundable
তােমরা যখন ছােট ছিলে, খুব ছােট, যখন লিখতে পড়তে কিছুই শেখনি, তখন মা ঠাকুরমার কোলে বসে রূপকথা শুনতে নিশ্চয়ই খুব ভালবাসতে।
এখন তােমরা বড় হয়েছ। তবু সেই তােমাদের প্রিয় রূপকথার ভদ্র ও নির্ভয় আর হাসিখুশি সব বন্ধুনায়কদের সঙ্গে যােগ হয়তাে একেবারে হারিয়ে ফেলনি। বইয়ের পাতায় ছবির পর্দায় বা রঙ্গমঞ্চে প্রায়ই তাদের সঙ্গে দেখা হয়।
বড় হয়ে তােমরা জেনেছ, প্রত্যেক জাতির নিজস্ব রূপকথা আছে। বিভিন্ন দেশের রূপকথার মধ্যে যেমন মিল অনেক, তেমনি তফাও প্রচুর। ভারতীয়, ইংরেজি, রাশিয়ান, জার্মান, ফরাসি, চীনা রূপকথার পার্থক্য খুব সহজেই ধরা যায়। কেননা সাধারণ লােকের জীবনযাত্রা, প্রাকৃতিক পরিবেশ এবং যে দেশে গল্পগুলি জন্ম লাভ করে পুরুষানুক্রমে হাত বদলের ফলে বর্তমান আকৃতি লাভ করেছে, রূপকথায় সে সব কিছুর সুস্পষ্ট ছাপ থেকে যায়। ছােটবেলায় তােমরা নিজেরাই যে সব রূপকথা শুনেছ, আমার তাে মনে হয় তােমরা যখনঅনেক বড় হবে, তখন তােমাদের ছেলেমেয়েদেরও সেই সব রূপকথাই শােনাবে।
রুশদেশের লােকেরা অসংখ্য গাথা, নীতিকথা, সূক্ষ্ম হেঁয়ালি আর চমক্কার চমৎকার রূপকথা রচনা করেছে।
এই সব কাহিনি পড়তে পড়তে দেখবে, যারা কাহিনি বলছে তাদের কেউ থাকে দুরন্ত নদীর পাড়ে, কেউ-বা বিস্তীর্ণ স্তেপ অঞ্চলে, কারও বাস সুউচ্চ পাহাড়ে, কারও বা ভীষণ গহীন বনে।