Note : All deposit is refundable
দেশের শহর থেকে গ্রাম, স্কুল থেকে কলেজ বা মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়, সবাই এখন গণিত নিয়ে অপার আগ্রহী। আন্তর্জাতি গণিত অলিম্পিয়াড এবং এরই সাথে উচ্ছ শিক্ষায় সাফল্য ছিনিয়ে আনতে প্রয়োজন এই অপার আগ্রহের প্রচুর ও গঠনমূলক অনুশীলন, পরিশীলন ও পরিচর্যা, সহজ ভাষায় যাকে বলা যায় কোমরে দড়ি বেঁধে সারাদিন অংকের পেছনে লেগে থাকা। জ্যামিতির দ্বিতীয় পাঠ নিশ্চিতভাবেই এই লেগে থাকার অন্যতম মূল হাতিয়ার।ফলে অভিভাবকেরা আমাকে বাজারে ভাল গণিতের বই এর যে অভাবের কথা বলেন তা কিছুটা হলেও এই বইটি পূরণ করবে।গণিতের অলিম্পিয়াডের গুরু থেকেই দেখছি জ্যামিতি, বীজগণিত, সংখ্যাতত্ত্ব ও কম্বিনেটরিক্স এর মধ্যে আমাদের শিক্ষার্থীদের জ্যামিতির জ্ঞানটুকু সবচেয়ে বেশি পোক্ত।অন্যদিকে মজার বিষয় হল আইএমও তে মাঝে মাঝে এত সহজ জ্যামিতি থাকে তা নবম দশম শ্রেণীর জ্যামিতির জ্ঞান দিয়েই সমাধান করা সম্ভব।