Note : All deposit is refundable
একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখেই এই বইটি লেখা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় অতিক্রম করে আসা ছাত্রদের গণিত শিক্ষায় যে অসম্পূর্ণতা থেকে যায় তা দূর করে তাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা গ্রহণের উপযুক্ত জ্ঞান দেয়া এই বইয়ের মূল উদ্দেশ্য।
বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের গণিতের যে সব বই লিখা হয়েছে তাদের কিছু কিছু ধারণাগত ভুল রয়েছে। একারণে ছাত্রদের মাঝে রয়েছে বিভ্রান্তি, যা মোটেই কাম্য নয়। এই বইয়ে গণিতের ধারণা যথাযথ ভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। বইটি গভীর মনযোগ সহকারে পড়লে গণিতের বিভ্রান্তি দূর হবে। বিশ্ববিদ্যালয়গামী ছাত্র ছাড়াও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকবৃন্দ এই বইটি পড়ে বিশেষভাবে উপকৃত হবেন।