Note : All deposit is refundable
ছােটরা ছবি আঁকবে। কিন্তু কীভাবে আঁকবে। কোনাে নিয়ম আছে কি? বড়রা যেভাবে ছবি আঁকে সে ভাবেতাে ছােটরা আঁকতে পারে না। এসব কথা সে সময় শিল্পীরা যেমন ভাবতেন আরাে কেউ কেউ ভেবেছেন। কচি-কাঁচার মেলার পরিচালক—রােকনুজ্জামান খান দাদাভাই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করলেন। শিল্পীদের সঙ্গে এবং শিশু বিষয়ক বিশেষজ্ঞদের সঙ্গে অনেক আলােচনা করলেন। বড়দের ছবি আঁকার, গান শেখার, অভিনয় শেখার স্কুল, কলেজ ও নানা রকম ব্যবস্থা আছে। কিন্তু ছােটদের জন্য, শুধু শিশুকিশােরদের জন্য আলাদাভাবে সে রকম কিছু নেই। বিশেষ করে ছবি আঁকার জন্যে মােটেই | কিছু ছিল না, সেই ভাবনা থেকেই ছােটদের জন্য ছবি-আঁকা ও অন্যান্য শিল্পকর্ম করার। জন্যে স্কুল করলেন। নাম দিলেন শিল্পবিতান,। সময়টা ছিল ১৯৫৯ সাল।