Note : All deposit is refundable
ছুটিয়া যাইয়া সাপ ঢুকিল এক শাপলা-বিলে। আমি সাপের ফণার উপর বসিয়াই চারটি শাপলাফুল ছিড়িয়া ফেলিলাম। তারপর সাপের ফণাটা ঘুরাইয়া ধরিলাম বাড়ির দিকে। ওই আম-বাগানতক আসিয়া সাপ খােড়লে ঢুকিল। আমি শাপলাফুল কয়টি লইয়া তােমাদের এখানে আসিলাম। তােমরা সাপের কথা সঁচা না মনে করিলে আম-বাগানের ওখানে খুঁড়িয়া। দেখিতে পার, আর আমার হাতের শাপলাফুল ত দেখিতেই পাইতেছ।” সুতরাং তার কথা সঁচা না মানিয়া আর উপায় আছে। কে যাইবে সাপের খােড়ল খুঁজিতে!
এইরূপ গলপের আর শেষ নাই। কোনােদিন সে আসিয়া বলে, “মৌমাছির চাক কুলগাছের উপর। তার উপরে যাইয়া বসিয়া পড়িলাম। অমনি মৌমাছির দল মৌচাক লইয়া আসমানে উড়িতে লাগিল। আমি ত চাকের উপরে বসিয়াই আছি। উড়িতে উড়িতে উড়িতে আসমানে চলিয়া গেলাম।