Note : All deposit is refundable
কয়েক ধরনের ইয়ােরােপীয় ঈল এদের ডিম পাড়ে মেক্সিকো উপসাগরের প্রান্তে অবস্থিত সারগ্যাসসা সাগরে, এদের বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে। ডিম পাড়ার স্থানে পৌছার জন্য, এরা যেকোনাে ধরনের জলপথ ব্যবহার করে, অথবা এমনকি মাটির ওপর দিয়েও কিছু দূর যায় যখন বাঁধের মতাে প্রতিবন্ধক এদের পথে বাধা হয়ে দাঁড়ায়, ইয়ােরােপীয় স্রোত ত্যাগ করে। যখন এরা মহাসাগরে পৌছায়, এরা ৩,০০০ থেকে ৬,০০০ মাইল দূরে এদের গন্তব্যের জন্য যাত্রা শুরু করে। পূর্ণ বয়স্ক ঈল প্রজননক্ষেত্র থেকে ফিরে আসে না বরং, উপসাগরের স্রোতে ভেসে, ডিম থেকে বের হওয়া নতুন লার্ভা ইয়ােরােপে ফিরে আসে, প্রায় তিন বছরের একটা ভ্রমণ। কার্যকরী দিক দিয়ে ডলফিনের লেজের চালনাশক্তি জাহাজের প্রােপেলারের চালনাশক্তির চেয়ে ভালাে নির্দিষ্ট শক্তি অর্জনের জন্য এদের কম শক্তি ব্যয় করতে হয়।
আইজাক আসিমভ (জানুয়ারি ২, ১৯২০[১] – এপ্রিল ৬, ১৯৯২), আইজ়াক অ্যাজ়িমভ় ছিলেন রাশিয়ান বংশোদ্ভুত এবং রাশিয়ায় জন্মগ্রহণকারী প্রখ্যাত মার্কিন লেখক এবং জৈব রসায়নের অধ্যাপক। তিনি মূলত বিজ্ঞান কল্পকাহিনী এবং জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক রচনায় সিদ্ধহস্ত ছিলেন এবং এক্ষেত্রে তার সাফল্য গগনচুম্বী। যোগ্যতা বিবেচনায় তাকে বিজ্ঞান কল্পকাহিনীর গ্র্যান্ড মাস্টার আখ্যায় ভূষিত করা হয়েছে। তিনি জীবনে ৫০০'র-ও অধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন, লিখেছেন প্রায় ৯,০০০ চিঠি ও পোস্টকার্ড। ডিউই দশমিক পদ্ধতি দ্বারা চিহ্নিত ১০টি প্রধান বিষয়ের ৯টির উপরেই তিনি লিখেছেন। আর দর্শনের চিহ্নিত ১০০টি বিষয়ের মাত্র একটির উল্লেখ তার রচনায় পাওয়া যায়না। বিজ্ঞান কল্পকাহিনীর এই পণ্ডিত তার জীবদ্দশায় চিহ্নিত বিজ্ঞান কল্পকাহিনীর বিগ থ্রি-এর একজন ছিলেন। অন্য দুজন ছিলেন রবার্ট এ হাইনলেইন এবং আর্থার সি ক্লার্ক।