Note : All deposit is refundable
দিনটি ছিল শুক্রবার। ফারহিনের মনে আছে। শুক্রবার দুপুরে বাবা নামাজ পড়তে যান। তার থেকে বড় কথা, শুক্রবার স্কুল বন্ধ থাকে। তার থেকে ছােট কথা, তারপরেও, শুক্রবার তাকে অনেক পড়ালেখা করতে হয়। সেরকম এক শুক্রবারের কথা, ফারহিন বসে বসে কবিতা মুখস্থ করছিল। যদিও সেটা মুখস্থ হচ্ছিল না। দাড়ি, কমা, সেমিকোলনে তাল মিলাতে সমস্যা হচ্ছিল। ঠিক তখনি পিকুকে সে পেল। তা কে এই পিকু? পিকু আসলে একটা পেন্সিল। যাকে দিয়ে কমা দেওয়া যাচ্ছিল না। কমা দিতে গেলেই পিকু কু কু কু... করা শুরু করত। তাই ওর নামই হয়ে গিয়েছিল পিকু।