Note : All deposit is refundable
প্লুটোনিয়াম আলাদা করতে পারে সেটা দিয়ে একদিনের খাবারও কেনা যায় কিনা সন্দেহ। তবু ঘরে বসে না থেকে তাই করে মেয়েরা। আমি বসে বসে দেখলাম কিরীণা তার জীর্ণ আইসােটোপ আইসােলেটার দুলিয়ে দুলিয়ে সমুদ্রের তীরে হেঁটে যাচ্ছে। মাথায় একটা লাল স্কার্ফ বাধা। বাতাসে উড়ছে সেটি। সমুদ্রের কাছাকাছি গিয়ে ঘুরে তাকাল আবার, তারপর হাত নাড়াল আমার দিকে তাকিয়ে। আমিও হাত নাড়লাম। কিরীণাকে আমার বড় ভালাে লাগে।
দিনের বেলা আমি খামারে কাজ করি। খুব অল্প খানিকটা জমিতে চাষ আবাদ করা যায়। সেটা খুব যত্ন করে ব্যবহার করা হয়। যারা বড় তারা জমি চাষ করা, সার দেয়া, বীজ বােনা এই সব খাটাখাটনির কাজগুলি করে। আমরা যাদের অভিজ্ঞতা কম, তারা ছােট ছােট গাছের চারাগুলির দেখাশােনা করি। ঘরে তৈরি করা গ্রোথ মনিটর দিয়ে চারাগুলিকে পরীক্ষা করি। পুরানাে শুকনাে পাতা টেনে ফেলি, নূতন পাতাগুলিকে ভালাে করে ধুয়ে মুছে রাখি। জিনেটিক ইঞ্জিনিয়ারিং করে এই গাছগুলিকে তৈরি করা হয়েছে, বড় একটা গাছে একদিনে একজন মানুষের প্রয়ােজনীয় শ্বেতসার বের হয়ে আসে। সমস্যা হচ্ছে পানি এবং সার। পাহাড়ের পাদদেশ থেকে টেনে আনা হয় অনেক কষ্ট করে। সার কোথা থেকে আসবে তার কোনাে নিশ্চয়তা নেই। মধ্য অঞ্চল থেকে অনেক কষ্ট করে গােপনে সার আনার চেষ্টা করা হয়।
মুহম্মদ জাফর ইকবাল (জন্মঃ ২৩ ডিসেম্বর ১৯৫২) হলেন একজন বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তাকে বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃত হিসাবে গণ্য করা হয়। এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক। তার লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান।