Note : All deposit is refundable
সংখ্যারাও আমাদের মতাে, সংখ্যাদেরও জাত-কুল-বংশ আছে, একসময় সব সংখ্যাই সংখ্যার আদি জাত, ন্যাচারাল নম্বরের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু যত দিনকাল গেল মানুষ যত বেশি জানতে শুরু করল গণিত নিয়ে ততই আমরা সংখ্যাদের বিভিন্ন প্রকার নিয়ে জানতে শুরু করলাম। আগে সব সংখ্যাই ছিল ন্যাচারাল নম্বরের অংশ। আসলে আগে মানুষ গণিত ব্যবহার করত কেবল গণনার জন্য, তাই গণনার জন্য যেসব সংখ্যা ব্যবহার করা হতাে সেগুলােই ন্যাচারাল নম্বর। আর এই ন্যাচারাল নম্বর থেকেই সব সংখ্যার উৎপত্তি বলা যেতে পারে, আর সবচেয়ে ভালাে ব্যাপার হলাে কি, এই সবকিছুর শুরুই কিন্তু সমস্যা থেকে। যেমন মানুষ যখন গণনা করত তখন একটি-দুটি এভাবে। যেমন একটি আপেল, দুটি আপেল। কিন্তু কেউ যদি একটি আপেলের অর্ধেক খেয়ে ফ্যালে, তখন কী হবে? আধাটা আপেল তা-ই তাে? এখানেই কিন্তু নতুন একটা সংখ্যার প্রকারভেদের দরকার পড়ে যায়। মানুষ বুঝতে পারে কতকগুলাে সংখ্যা আছে যেগুলাে পূর্ণ, আরও কতকগুলাে সংখ্যা আছে যেগুলাে কোনাে সংখ্যার ভগ্নাংশ। এভাবেই আলাদা করে Integer কিংবা পূর্ণ সংখ্যার ও ভগ্নাংশের উৎপত্তি। আবার পূর্ণ সংখ্যাও তত দুই রকম।