Note : All deposit is refundable
সো’দপুরের বাইন্দার বিল। লোকে বলে পৃথিবীর প্রথম থেকে নাকি এই বিল এভাবেই আছে। কালো পানির নীচে ঘুরে বেড়ায় দেড় দুই মণি মহাশোল, শয়তানের বাহন গজার, আর না জানা আরো অনেক কিছু। বলা হয় বিলের পানি অভিশপ্ত, পানির নীচে থাকে হাজার বছরের পুরোনো আদিম জলদানো সিন্দুক। সারা গায়ে শেকলের মত আঁকশী দিয়ে সে টেনে নেয় বিলে নামা মানুষদের। পানিতে তাই নামে না কেউ। অনেকে এমনকী দাবি করে নিজের চোখে দেখেছেও সেই দানো কে। গ্রাম থেকে ঘুরতে আসা আত্মীয়ের মুখে কাহিনী শুনে সেখানে রওনা দিলেন নিহিলিন ক্লাবের দুই সদস্য সাদিকুল হক আর রাদি। দেখা যাক ঘটনা আসলে কী। যেতে না যেতেই খুন হল তাদের গাইড আব্দুল্লা। বিলের পানি ফুঁড়ে উঠে এলো কবিরাজ পিরালী। দানোর কথা কি তাহলে সত্যি??