Note : All deposit is refundable
‘বীরবল (Birbal)' ১৫২৮ সালে ভারতের উত্তর প্রদেশে যমুনার তীর সংলগ্ন টিকাভানপুরে এক দরিদ্র হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহন করেন। তার প্রকৃত নাম ছিল মহেশ দাস। তার পিতা গঙ্গা দাস এবং মাতা অনভা দাবিত। তিনি ছিলেন পরিবারের তৃতীয় সন্তান। পরিবারটির পূর্ব হতেই কবিতা ও সাহিত্য সম্পর্কে অনুরাগ ছিল। বীরবল হিন্দি, সংস্কৃত ও পার্সিয়ান ভাষায় জ্ঞানার্জন করেন। তিনি সংগীত এবং ব্রজ কবিতায় পারদর্শী হয়ে ওঠার পাশাপাশি সংগীতে ছন্দ প্রয়ােগের ব্যাপারে অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন। তিনি তাঁর কবিতা ও গানের কারনে বিখ্যাত হয়ে ওঠেন। তিনি রেবার রাজা রামচন্দ্রের রাজপুত কোর্টে ‘ব্রাহ্ম কবি' নামে কাজ করেন। তাঁর অবস্থার উত্তরণ ঘটে যখন তিনি একটি সম্মানিত এবং ধনী পরিবারের এক কন্যাকে বিয়ে করেন।