Note : All deposit is refundable
‘আমি জামবু। রূপান্তরিত হতে ভাল লাগে না আমার। ভাল লাগে না কোথাও প্রাণীর দেহে হাত রেখে তার দেহ থেকে ডিএনএ জোগাড় করতে। তবুও কাজটা করতেই হয়। বাধ্য হয়ে। প্রাণ বাঁচানোর তাগিদে ...... ‘
নিমো, তিয়াপা, সিসি, জিউস, জামবু।
পাঁচটি কিশোর ছেলেমেয়ে।
মৃত্যুর আগে ওদেরকে এক বিশেষ ক্ষমতা দিয়ে গেছে ভিনগ্রহবাসী এক প্রিন্স, যে কোন প্রাণীর দেহে হাত রাখলেই সেই প্রাণীর দেহ থেকে ওদের গায়ে খানিকটা ডিএনএ চলে আসবে, তারপর ইচ্ছে করলেই সেই প্রাণীতে রূপান্তরিত হতে পারবে ওরা।
এই প্রচণ্ড ক্ষমতা দেয়ার কারণ, ভিনগ্রহবাসী আরেক জাতের প্রাণী, ভয়ঙ্কর ভাবেকরা মহাকাশের বহু গ্রহ দখল করে এখন পৃথিবীতে এসে হাজির হয়েছে। পৃথিবী দখল করে মানুষকে গোলাম বানাতে চায় ওরা।
অতএব, পৃথিবী বাঁচানোর দায়িত্ব এখন ওই পাঁচটি ছেলেমেয়ের হাতে।
রকিব হাসান (Rokib Hasan) -এর জন্ম কুমিল্লায়, ১৯৫০ সালে । স্বনামে-বেনামে তার প্রকাশিত বইয়ের সংখ্যা বর্তমানে প্রায় ৪০০টি । তার লেখা প্রথম বই প্রকাশিত হয় ১৯৭৭ সালে, ছদ্মনামে । স্বনামে প্রথম প্রকাশিত বইটি ছিল অনুবাদগ্ৰস্থ, ব্রাম স্টোকারের ড্রাকুলা” । এরপর অনুবাদ করেছেন এরিক ফন দানিকেন, ফার্লে মোয়াট, জেরাল্ড ডুরেল-এর মত বিখ্যাত লেখকদের অনেক ক্লাসিক বই । অনুবাদ করেছেন মহাক্লাসিক অ্যারাবিয়ান নাইটস’ ও এডগার রাইস বারোজএর টারজান’ সিরিজ । বড়দের উপযোগী তার লেখা কিছু রহস্য উপন্যাসও খুব জনপ্রিয়তা পেয়েছে । সবচেয়ে জনপ্রিয় হয়েছে ছোটদের জন্য লেখা "তিন গোয়েন্দা” সিরিজটি । এই রবিনকে নিয়ে লিখেছেন আরও দুটাে সিরিজ তিন বন্ধু' ও 'গোয়েন্দা কিশোর মুসা রবিন' । লিখেছেন কিশোর গোয়েন্দা” সিরিজ, খুদে গোয়েন্দা’ সিরিজ, জাফর চৌধুরী ছদ্মনামে রোমহর্ষক’ সিরিজ এবং আবু সাঈদ ছদ্মনামে গোয়েন্দা রাজু সিরিজ । এ ছাড়া কিশোরদের জন্য বেশ কিছু ভূতের বই ও সাইন্স ফিকশনও লিখেছেন তিনি।