Note : All deposit is refundable
দুর্জয় নাকের নিচে আঙুল নিয়ে বলল,‘তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আজ এবং একটু পর থেকেই তোমার সব কিছু টের পেয়ে যাবে। দেখি, তোমার কীভাবে ধরতে পারো আমাদের।’ দুর্জয় একটু থেমে বলল. ‘এটা আমার চ্যালেঞ্জ। পাগল করে ফেলব আমরা তোমাদের। কাঁদতে কাঁদতে এলাকা ছেড়ে চলে যাবে তোমরা। আর ডিটেকটিভ ফাইভ করার সাধও মিটে যাবে চিরতরে’।
থুতনিতে হাত ঠেকিয়ে এতক্ষণ কথা শুনছিল রাফিন, চুপচাপ। অর্চি, জুহাম, তৌশি আর সাবাবকে পাশ কাটিয়ে খুব দৃঢ় এবং ধীর পায়ে এগিয়ে এলো সে দুর্জয়ের সামনে। কয়েক সেকেন্ড ওর দিকে তাকেয়ে থেকে ঠা-া অথচ স্পষ্ট গলায় বলল, ‘তোমাদের প্রতিটি পাগলামি আমরা থামিয়ে দেব দুর্জয়’। নাকের নিচে আঙুল রাখল রাফিনও, ‘এটা চ্যালেঞ্জ নয়, মহাচ্যালেঞ্জ’!