Note : All deposit is refundable
নির্দ্বিধায় বলা যায়, ইলেকট্রনিকস আধুনিক বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ শাখা। টেলিভিশন, কম্পিউটার, রােবট বা যন্ত্রমানব-এর সবই বিস্ময়কর উদ্ভাবন ইলেকট্রনিকসেরই অবদান। বর্তমান ইলেকট্রনিকসের যে বিপুল উন্নতি ঘটেছে তার সব কিছু আয়ত্ত করে নেওয়া বিজ্ঞান না জানা সাধারণ মানুষের পক্ষে সম্ভবপর নয়। এ জন্য চাই দীর্ঘ দিনের একনিষ্ঠ অনুশীলন। বড় মাপের কোনাে ইলেকট্রনিকস যন্ত্রও গড়ে ওঠে ছােট ছােট কতকগুলাে প্রাথমিক সার্কিটের সমাবেশে। তবে প্রাথমিক সার্কিটগুলাের কার্যপদ্ধতি যে কেউ হাতেকলমে আয়ত্ত করে নিতে পারে বাড়িতে বসেই। প্রয়ােজনীয় সাজ-সরঞ্জাম সংগ্রহ করে যে কেউ বাড়িতে বসেই ইলেকট্রনিকসের অনেক মজাদার এবং চমকপ্রদ সার্কিট তৈরি করে তাদের ক্রিয়া কৌশল প্রত্যক্ষ করতে পারে। ফলে সহজেই তারা জটিলতর ইলেকট্রনিকস যন্ত্রপাতির কার্যপদ্ধতিও অনুধাবন করতে পারবে। ওই সব ছােটখাটো সার্কিটের সঙ্গে পরিচিত হলে তারা যে কেবল ইলেকট্রনিকস সম্পর্কে ব্যবহারিক অভিজ্ঞতাই লাভ করবে তা নয়, ইলেকট্রনিকসের বিস্ময়কর জগৎটিও তাদের চোখে ধরা দেবে।