Note : All deposit is refundable
২০১২ সাল থেকে যাত্রা শুরু হলেও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের কার্যক্রম স্বীকৃতি পায় ২০১৫-তে এসে। তারপর আর ফিরে তাকাতে হয়নি। এই অল্প সময়ে জীববিজ্ঞান অলিম্পিয়াডের অর্জন অনেক। কর্পোরেট স্পন্সরশীপ না থাকা সত্ত্বেও আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে মেধাস্মারক পুরস্কারলাভ সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। জীববিজ্ঞান অলিম্পিয়াড সম্পর্কে তাই মানুষের আগ্রহ ক্রমবর্ধমান। এই বইটি সেইসব জিজ্ঞাসু ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের কথা মাথায় রেখে সংকলিত যাঁরা অলিম্পিয়াড সম্পর্কে নানা তথ্য জানতে আগ্রহী। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কী, আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড কী, কারা এসবে অংশ নিতে পারে, কীভাবে অংশ নিতে হয়, কেমন প্রশ্ন আসে, কী পড়তে হয়, কীভাবে পড়তে হয় ইত্যাদি বিভিন্ন প্রশ্নের জবাব মিলবে এ বইয়ে। আছে বিগত জাতীয় ও আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্ন এবং বায়োক্যাম্পের কোর্স ম্যাটেরিয়াল সহ আরও অনেক অনেক দরকারী জিনিস।