Note : All deposit is refundable
নাহ্, গিটু দা'র অত্যাচার তাে আর সহ্য করা যায় না। ক্রিকেট টুর্নামেন্টের জন্য দুপুর দুইটায় প্র্যাকটিসে যেতে হবে! তুষারের এই মন্তব্যের সাথে একমত আকাশ, আল আমিন, শান্তি, অমিত সবাই। কিন্তু গিটু দা'র সামনে বেড়ালের গলায় ঘন্টা বাধার কেউ নেই। কেউই তাকে বলতে পারবে না- ‘গিটু দা' তুমি স্বৈরতন্ত্র কায়েম করেছাে। অগত্যা ভর দুপুরেই শুরু হয় ম্যাচ প্র্যাকটিস। গিটু দা’র স্বৈরতন্ত্র নিয়ে আলােচনা হলেও তার দরাজ দিলের কথা কেউ ভােলে না। গিটু দা’র পয়সায় তাদের ক্লাব চলে। অবশ্য পয়সায় না বলে মােটা টাকায় বলাই ভালাে। এজন্য অবশ্য সবাই মিলে ক্লাবের নাম ‘গিটু কিশাের ক্লাব দিয়েছে। খুশি হলেও গিটু দা’ মিনমিনে গলায় আপত্তি করেছিল। পাড়ার লােকের দেয়া গিটু নামে ক্লাব করবি? তার চেয়ে আমার গােলাম আলী নামে দে না!'