Note : All deposit is refundable
আরেক নাম বােধিদ্রুম। গৌতম এই গাছের তলায় ধ্যানে বসেই বুদ্ধত্ব লাভ করেন। গাছটি বৌদ্ধ ও হিন্দুদের কাছে খুব পবিত্র। বুদ্ধগয়া থেকে নেয়া একটি অশ্বত্থ গাছ শ্রীলঙ্কায়। দু'হাজার বছর বয়সেও দিব্যি বেঁচে আছে। এই গাছ বটের আত্মীয়। এরও ফুল দেখা যায় না, ফলগুলােও বটের মতােই, তবে লাল নয়, পাকলে বেগুনি। অশ্বথে ঝুরি থাকে না, পাতাগুলাে ছােট পান পাতার মতাে, আগায় একটি লম্বা লেজ। এই গাছ শীতে পাতা। ঝরায়। বসন্তে তামাটে রঙের কচি পাতায় ঢাকা অশ্বথ রােদে ঝলমল করে। এই গাছতলায়
দাড়ালে সামান্য বাতাসেও একটা ঝমঝম্ আওয়াজ শােনা যায়। পাতার লেজের মতাে আগা। ফলকে বাড়ি খায় বলেই এমন শব্দ ওঠে।
দ্বিজেন শর্মার জন্ম ২৯ মে ১৯২৯ সালে, মৌলভীবাজার জেলার শিমুলিয়া গ্রামে। পিতা চন্দ্ৰকান্ত শৰ্মা এবং মাতা মগ্নময়ী দেবী। একাধারে নিসর্গবিদ, বৃক্ষপ্রেমিক, অনুবাদক, শিশুসাহিত্যিক, বিজ্ঞানলেখক,গবেষক ও শিক্ষক। উদ্ভিদ, ফুল, পাখি নিয়ে মেতে থেকেছেন সারাটি জীবন। এগুলো নিয়ে বলতে লিখতে পড়তে ভালোবাসেন। ১৯৫৮ সালে উদ্ভিদবিদ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষক হিসেবে। বরিশালের ব্ৰজমোহন কলেজ ওঢাকার নটরডেম কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেন ও বাংলা কলেজে অধ্যাপনা করেছেন। পরবর্তী সময়ে তিনি অনুবাদকের চাকরি নিয়ে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের মস্কো চলে যান। দীর্ঘকাল কাটিয়েছেন প্রবাসজীবন। সেই সুবাদে ইংল্যান্ড, ফ্রান্স, ফিনল্যান্ড ও জার্মানি ভ্ৰমণ করেছেন। সবখানেই বোটানিক গার্ডেন খ্যাত প্রধান-প্রধান পার্ক ও বাগান দেখেছেন আনন্দ ও আগ্রহে। অনেক লিখেছেন বিজ্ঞান, শিক্ষা ও প্রকৃতি বিষয়ে। পেয়েছেন বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম বিজ্ঞান পরিষদের ড.কুদরাত-ই-খুদা স্মৃতি স্বর্ণপুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার এবং শিশু একাডেমী পুরস্কারসহ নান পদক ও সম্মাননা।