Note : All deposit is refundable
জগতের দুই প্রেতাত্মা কোনাে এক অদ্ভুত শবাধার বহন করে নিয়ে চলেছে দিগন্তবিস্তৃত এই হিমেল প্রান্তরের মধ্যে দিয়ে। কিন্তু তবু তারা মানুষ-ই! আদিগন্ত নিশ্চল জড়তার মধ্যে একমাত্র তারাই সােচ্চার প্রতিবাদ। নির্ভীক দুই অভিযাত্রী বিধাতার সীমাহীন ব্যঙ্গকে উপহাস করে এগিয়ে চলেছে দৃঢ় পায়ে।
অবশ্য ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বড় একটা বলছিল না। কারণ কথা। বলার অর্থই হল শারীরিক শক্তির অযথা অপচয়। মানসিক ক্লান্তিকে তরান্বিত করা। তাই ওরা স্তব্ধ, নির্বাক। আর তারই সুযােগ নিয়ে চতুর্দিকের এই হিমেল নৈঃশব্দও গভীরভাবে চেপে বসছিল ওদের চেতনার ওপর। এখন ওরা
সম্পূর্ণভাবে বিশ্বপ্রকৃতির ইচ্ছার উপর নির্ভরশীল। এই বােধটাও ধীরে ধীরে। জাগ্রত হচ্ছিল ওদের মধ্যে। নিয়তির হাতে অসহায় ক্রীড়নক মাত্র, কিন্তু তবুও নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে মরণপণ সংগ্রামেরও বিরাম নেই। যৎসামান্য বুদ্ধি আর সামান্য কিছু কৌশলই ওদের একমাত্র হাতিয়ার।