Note : All deposit is refundable
মুখের হাসি মনের খুশি
প্রাণের ভালবাসা
এই নিয়ে এই নতুন দেশে।
বেঁধেছি এক বাসা।
নতুন দেশে এলাম আমি
নতুন কারিগর
ইচ্ছেমতী মনের রঙে
বেঁধেছি এই ঘর।
সবুজ সবুজ শাখায় দেখি
নানা ফুলের মেলা
দেখি সকাল সন্ধাবেলা
নানা রঙের খেলা।
যখন খুশি আমি ওদের।
খেলার সাথী হই,
হাওয়ার গলা জড়িয়ে ধরে
হাওয়ার মতাে বই।
আমি নতুন শিল্পী, আমি
আঁকি নতুন ছবি, দৈত্য-দানাে পরীর ডানা।
আঁকতে পারি সবই।
কোথাও নেই কেউ দেখে নি।