Note : All deposit is refundable
১। শ্রম না করিলে লেখাপড়া হয় না। যে বালক শ্রম করে, সেই
লেখাপড়া শিখিতে পারে। শ্রম কর, তুমিও লেখাপড়া শিখিতে পারিবে।
২। পরের দ্রব্যে হাত দিও না। না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি
করা হয়। চুরি করা বড় দোষ। যে চুরি করে, চোর বলিয়া তাহাকে সকলে ঘৃণা করে। চোরকে কেহ প্রত্যয় করে না।
৩। যে বালক প্রত্যহ মন দিয়া লেখাপড়া শিখে, সে সকলের প্রিয়
হয়। যদি তুমি প্রতিদিন মন দিয়া লেখাপড়া শিখ, সকলে তােমায় ভালবাসিবে।
৪। কখনও কাহারও সহিত কলহ করিও না। কলহ করা বড় দোষ।
যে সতত সকলের সহিত কলহ করে, তাহার সহিত কাহারও প্রণয় থাকে না। সকলেই তাহার শত্রু হয়।