Note : All deposit is refundable
হাত ঘড়িতে সঠিক সময়টা দেখে নিলেন ড. অ্যারেক্স। জাস্ট ফোর ফোরটি ফোরপিএম। বাহ্ অদ্ভুত সময়ে তাঁর সাফল্য এলাে। এদিকে তারিখটাও ফোরথ এপ্রিল, শুধু বছরটা অন্য সংখ্যার। ২১১৩ সাল। সে যাই হােক পৃথিবীর ইতিহাসে তাঁর অবদান যে চিরস্মরণীয় হয়ে থাকবে সে কথা নিশ্চিতভাবেই বলা যায়। চিকিৎসাবিজ্ঞানে এক অভূতপূর্ব সাফল্যের দ্বার আজ থেকে উন্মােচিত হলাে। কিন্তু বিস্ময়কর সাফল্যের এই খবরটা তিনি এখনই সমগ্র বিশ্ববাসীকে জানাতে চান না। তার আগে দীর্ঘ এই গবেষণার দুই সহকারী এবং স্ত্রী লিভাকে খবরটা জানাতে হবে। কারণ গবেষণার পেছনে এদের কারাের অবদান খাটো করে দেখার উপায় নেই। দুই সহকারীর একজন ড. এনা শরীর ব্যবচ্ছেদ বিদ্যার অধ্যাপক। অন্যজন শরীর তত্ত্ববিদ্যার অধ্যাপক ড. ফিজি। দুজনেই হার্ভার্ড মেডিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের সঙ্গে জড়িত। এদের দুজনই নিরলসভাবে ড. অ্যারেক্সকে সাহায্য করে আসছেন। ক্যালিফোর্নিয়ার নির্জন এলাকায় ড. অ্যারেক্সের ল্যাবরেটরি গড়ে তােলার পেছনেও তাঁদের অবদান আছে। এনা ও ফিজি দুজনেই বয়সে ড. অ্যারেক্সের ছােট। অ্যারেক্সের বয়স পঞ্চাশের ওপরে। ওদের কাছে তিনি বিশেষ শ্রদ্ধার পাত্র। তাই ক্যালিফোর্নিয়া থেকে দূরে থেকেও ওরা নিয়মিত যােগাযােগ রক্ষা করছেন।