Note : All deposit is refundable
বিশাল দেহের কালা কুচকুচে কুকুরটাকে দেখে আঁতকে উঠল লিয়া। এই কুকুরটাকে সে খুব ভয় পায়। কারণ সে জানে এই কুকুরটা কুকুর নয়, ভয়ংকর এক কালা পিশাচ। কখনো কখনো মানুষের অবয়ব নিয়ে আসে। এজন্য কুকুরটার পাগুলো দেখতে মানুষের হাতের মতো। যেভাবেই হোক এই কালা পিশাচটা তার ডান পা থেকে রক্ত খাবে। এ উদ্দেশ্যে কুকুরূপী কালা পিশাচটা কাঁমড়ে তার ডান পায়ে দুটো ক্ষতেরও সৃষ্টি করেছে। সেই ক্ষত থেকেই চেটে চেটে রক্ত খায় পিশাচটা। লিয়ার মুক্তির কোনো উপায় নেই। কারণ রক্ত খেতে দিতে না চাইলে তার পায়ে ভয়ংকর অসহনীয় ব্যথা হয়। তখন সে উম্মাদ হয়ে যায়। ব্যথা সহ্য করতে না পেরে নিজের পা-টা নিজেই কেটে ফেলার চেষ্টা করে, কিন্তু পারে না। শেষে পিশাচ তাড়ানোর জন্য ’তীর বাবা’ কে ডাকা হয়। কিন্তু প্রথম দিনের পর আর হদিস পাওয়া যায়নি ’তীর বাবার’। আরও একজন ফকিরকে ডাকা হলে ফকিরও নিজের অক্ষমতা স্বীকার করে। এদিকে কালা পিশাচ জানিয়ে দেয় সে খুব শিঘ্রী লিয়াকে নিষ্ঠুর আর নির্মমভাবে হত্যা করবে। তাই তো লিয়াকে সে নিয়ে যেতে থাকে গভীর জঙ্গলে, যেখানে তাকে সাহায্য করার কিংবা উদ্ধার করার মতো কেউ নেই। লিয়া সেখানে একা, একেবারেই অসহায়।
কালা পিশাচের হাত থেকে শেষ পর্যন্ত লিয়া কী নিজেকে বাঁচাতে পেরেছিল?