Note : All deposit is refundable
চিলির বালিকা গল্পের পটভূমি আমাদের দেশের চেয়ে আলাদা হলেও, ঘটনা প্রবাহে কিছুটা মিল লক্ষ্য করা যায় তখনকার ল্যাটিন আমেরিকার সংস্কৃতির সঙ্গে বর্তমান বাংলাদেশের সংস্কৃতির। তখনকার ল্যাটিন আমেরিকার কৃষ্টি সংস্কৃতি তখনকার মানুষের মানসিকতা তাদের পরনিন্দা প্রবণতা, পরচর্চা, সবকিছু এ গল্পের মধ্যে বিধৃত। লেখকের বর্ণনাভঙ্গীর বিশেষত্ব অনুবাদে যথাসম্ভব রক্ষা করার চেষ্টা করা হয়েছে। এ গল্পে তখনকার ল্যাটিন আমেরিকার সমাজচিত্র ফুটে উঠেছে আশ্চর্য জাদুকরী ভাষায়। গল্পের ঠাসবুনোটে নায়কের অনুভূতি প্রেম সমাজভাবনা দর্শন যেন চালুনিতে ছাঁকা রত্নখণ্ড। প্রেমিকার জন্য তার হৃদয়স্পর্শী হাহাকার পাঠকের মন স্পর্শ করতে বাধ্য। ‘দূরসম্পর্কের আত্মীয়’ গল্পে ২০০৬ সালের নোবেল বিজয়ী তুর্কী লেখক অরহান পামুকের গল্পের নায়ক এক দূর্দৈবের শিকার হয়ে নিশ্চিত সম্ভাবনাময় সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে ভেঙ্গে লাস্যময়ী সুন্দরী প্রতিযোগিতার প্রতিযোগী এক সমালোচিত মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে। গল্পটিতে তুরস্কের সমাজবাস্তবতার সঙ্গে আলোর নীচে অন্ধকারের দিক মুন্সিয়ানার সঙ্গে লেখক তুলে ধরেছেন।