Note : All deposit is refundable
সিসিমপুরে ঘুড়ির মেলা প্রতিবছর হয়, রং-বেরঙের ঘুড়ি ওড়ে, ওড়ে আকাশময়। এ বছরেও হবে মেলা বানাবে তাই ঘুড়ি, এমন ঘুড়ি হবে এবার থাকবে না যার জুড়ি।
কেউ-বা পালিশ করছে সুতা কেউ-বা বানায় নাটাই, টুকটুকি যে ভাবছে বসে- কেমন ঘুড়ি বানাই! শিকুর ঘুড়ি উড়ােজাহাজ, ইকরি বানায় পরি, হালুম বলে আমার হবে মাছের মতাে ঘুড়ি।
টুকটুকিটা ভাবছে দেখাে একা একা বসে, কেমন ঘুড়ি হবে? বলে, সুমনা যে এসে। টুকটুকি যে বললাে তখন- শােননা সুমনা, এমন ঘুড়ি হবে যে তার নেইকো তুলনা।