Note : All deposit is refundable
গ্রাম বাংলার আর দশটা গ্রামের মতই পাখি ডাকা-ছায়াঘেরা গ্রাম এই টুঙ্গিপাড়া। এই গ্রামের মাটিতে, প্রকৃতির অকৃত্রিম পরিবেশেই কেটেছে শেখ মুজিবের ছেলেবেলার দিনগুলাে। পিতার আদর্শে অনুপ্রাণিত হলেও শেখ মুজিব মাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। এক কথায় বলতে হয়, শেখ মুজিব ছিলেন মাতৃভক্ত সন্তান। মহান পুরুষদের জীবন পর্যালােচনা করলে দেখা যায়, মাতৃভক্ত সন্তানেরাই জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পেরেছে। সেদিক থেকে শেখ মুজিব পেয়েছেন মায়ের অসীম দোয়া। যা তার ভবিষ্যত জীবনে উন্নতির সর্বোচ্চ শিখরে উঠতে সাহায্য করেছিল।