Note : All deposit is refundable
একটা মামলার মধ্যে আটকে রয়েছেন শার্লক হােমস। তার শরীরের যা অবস্থা ভালাে নয়—দিনের পর দিন রােগা হয়ে যাচ্ছেন, খাওয়া দাওয়া একরকম ছেড়েই দিয়েছেন। ড. ওয়াটসন জিজ্ঞেস করেছিলেন, খাবেন কখন? তাতে তিনি বলেছিলেন, পরশু সাড়ে সাতটায়।
বিলি হােলাে হােমসের ছােকরা চাকর। খুব চালাক আর চটপটে। হােমসের জীবনের একাকিত্বের ফাক অনেকটা ভরাট করেছে সে। বিলি ড, ওয়াটসনকে বলল—কাকে যেন ধরার চেষ্টা করছেন। পরশু বেরিয়েছিলেন জনমজুর সেজে, যেন কাজ খুঁজছেন, আর আজ বেরিয়েছিলেন এক বুড়ির সাজে।