Note : All deposit is refundable
কোন এক ঝড়ো সন্ধ্যায় হঠাৎ রাশেদ সাহেবের বাড়িতে বশির আলী নামের হাতকাটা অদ্ভুত এক আত্মাসাধক উপস্থিত হয়। সকলের কৌতূহল রক্ষার্থে আত্মাসাধক বশির আলী ডেকে নিয়ে আসে এক বিশেষ অশরীরি আত্মাকে। তখনও কেউ বুঝতে পারেনি কতটা ভয়ঙ্কর আর নিষ্ঠুর হতে পারে এই আত্মা। এমনকি স্বয়ং বশির আলীও রেহাই পায়নি আত্মার নিষ্ঠুরতা থেকে। ভয় আর আতঙ্কে সবাই যখন দিশেহারা ঠিক তখনই আত্মা দাবি করে বসে এই বাড়ির অন্য যে কারো আত্মা তার চাই-ই-চাই। রাশেদ সাহেবকেই সিদ্ধান্ত দিতে হবে পরিবারের কার আত্মা তিনি উৎসর্গ করবেন। অন্যথায় অশরীরি আত্মা রাশেদ সাহেবের বড় মেয়ে পূর্বার আত্মা নিয়ে নেবে। অর্থাৎ নিশ্চিত, নিষ্ঠুর আর করুণ মৃত্যু ঘটবে সবার প্রিয় পূর্বার।
শেষ পর্যন্ত কি রাশেদ সাহেবের পরিবার ভয়ানক এই অশরীরি আত্মার হাত থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল?