Note : All deposit is refundable
দক্ষিণের শহর আর গ্রামগুলাে পােড়াতে পােড়াতে পাঞ্জাবি সৈন্যরা ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে আসছিল। খবরটা শুনে মে মাসের প্রথম থেকেই গ্রামের লােক আরাে উত্তরে শালবনের দিকে সরে যেতে লাগলাে। অনেকে - সীমান্ত পেরিয়ে কুচবিহার আর পশ্চিম দিনাজপুরে চলে গেল।
সীমান্ত বেশি দূরে নয়। অনেকে ওপারে গিয়েও নিয়মিত যাওয়া আসা করছিল। জুনের মাঝামাঝি যখন সবাই নদীর ওপারের ছােট্ট শহরটাকে দাউ দাউ করে জ্বলতে দেখলাে, তখন যারা যাবার তারা একেবারেই চলে গেল। থেকে গেল জামাত, মুসলিম লীগের কিছু দালাল আর কয়েকজন বুড়াে। গির্জার ঘন্টা টানতাে বুড়াে ডেসমন্ড ডি রােজারিও। সে ছিল থেকে যাওয়া বুড়ােদের একজন।