Note : All deposit is refundable
চশমা সম্বন্ধে জানতে গেলে প্রথমে চোখ ও চোখের ক্রটি সম্বন্ধে জানা দরকার। চোখের বাইরের আবরণকে বলে সূক্লেরা (Sclers)। সক্লেরার সামনের অংশকে বলে অচ্ছেদপটল (Cornea)। অচ্ছেদপটলের ঠিক পিছনের অস্বচ্ছ পদার্থটাকে বলে কনীনিকা (Iris)। কনীনিকার মাঝখানে একটা ছােট ছিদ্র থাকে, একে বলে | তারারন্ধ্র (Pupil)। এর পিছনেই থাকে উভােত্তোল লেন্স (double convex lens)। অক্ষিগােলকের (Eye ball) পিছনের অংশকে বলে অক্ষিপট (Retina)। অচ্ছেদপটল ও লেন্সের মধ্যবর্তী স্থান এবং লেন্স ও চক্ষুগােলকের মধ্যবর্তীস্থানের মধ্যে যে জলীয় পদার্থ থাকে তাকে যথাক্রমে অ্যাকুয়াস হিউমার (Aqueous Humour) ও ভিট্রিয়াস টিউমার (vitreous Humon) বলা হয়।