Note : All deposit is refundable
টিকটিকি আমরা হরহামেশাই দেখি। লম্বায় এগুলো এক থেকে দুই ইঞ্চি। অন্যদিকে ডাইনোসর দৈর্ঘ্যে ৮০ থেকে ৯০ ফুট। এদের ঘিরে পৃথিবীতে ছড়িয়ে আছে নানা কুসংস্কার। অলীক সব উপাখ্যান। এমনিতেই সরীসৃপ সম্পর্কে আমরা যতটুকু জানি, অজানা তার চেয়ে অনেক বেশি। আর ডাইনোসর সম্পর্কে আমাদের জ্ঞান একেবারেই সীমিত। এই প্রাচীন প্রাণীগুলো পৃথিবী থেকে সদলবলে বিলুপ্ত হয়ে গেছে সাড়ে ছয় কোটি বছর আগে। কিন্তু কেন? এসব নানা কৌতূহল ও প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই গ্রন্থে।