Note : All deposit is refundable
দক্ষিণ-পশ্চিম কলােরাডাের লা প্লাটা পর্বতমালা চোখ ধাঁধানাে সাদা বরফে গা ঢাকা দিয়ে রয়েছে। হু হু করে বইছে বাতাস। বেসি জি’র স্বর্ণখনির প্রবেশ দ্বারের বাইরে কাজ করছিলেন ওরা দু’জন। প্রবল ঠান্ডা হাওয়া যেন কামড় বসাচ্ছিল। একমনে কাজ করে যাচ্ছিলেন দু'জনে। কল্পনাও করতে পারেন নি কি দুর্ভোগ রয়েছে কপালে। হঠাৎ দেখতে দেখতে গর্জাতে শুরু করল বাতাস, প্রচন্ড বেগে আছড়ে পড়তে লাগলাে ওদের গায়ে। কিন্তু ওরা তখনাে জানেন না সামনে কি ভয়াবহ বিপদ ওঁৎ পেতে আছে।
অনুবাদক অনীশ দাস অপু : জন্ম ৫ ডিসেম্বর ১৯৬৯। জন্মস্থান বরিশাল, পিতা প্ৰয়াত লক্ষী কান্ত দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স সহ এম, এ করেছেন। ১৯৯৫ সালে | লেখালেখির প্রতি অনীশের ঝোক ছেলেবেলা থেকে । ছাত্রাবস্থায় তিনি দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকাগুলোতে চিত্তাকর্ষক ফিচার, গল্প এবং উপন্যাস অনুবাদ শুরু করেন । হরর এবং থ্রিলারের প্রতি তাঁর ঝোকটা বেশি। তবে সায়েন্স ফিকশন, ক্লাসিক এবং অ্যাডভেঞ্জার উপন্যাসও কম অনুবাদ করেননি। এ পর্যন্ত তাঁর অনুদিত গ্ৰন্থ সংখ্যা ১০০’র বেশি। অনীশ দাস অপু লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি দৈনিক যুগান্তর- এ সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করেছেন । তবে লেখালেখিই তার মূল পেশা এবং নেশা ।