Note : All deposit is refundable
প্রতিটি মানুষ জীবন শুরু করে একক একটি কোষ থেকে : একটি নিষিক্ত ডিম্ব থেকে। পূর্ণবয়স্ক হতে হতে মানবশরীরে কোষের সংখ্যা হয়ে ওঠে এক লাখ কোটি। সব জীবেরই মৌলিক একক হলাে ‘কোষ'। মানবশরীরের গঠন ও কাজকর্মের একক হলাে কোষ । কোষ সজীব, কিন্তু অবনতি ঘটতে থাকলে কোষ বুড়াে হতে থাকে। কোষের কাজকর্মে গলদ হলে আমরা অসুস্থ হয়ে পড়ি। কোষ সম্বন্ধে আমরা যদি আরও ভালাে করে জানতে পারি, তাহলে আমরা দীর্ঘদিন সজীব ও সুস্থ হয়ে বাঁচতে পারব।