Note : All deposit is refundable
মিসেস হল বসার ঘরে এসে শরীর গরম করবার চুলাে ধরায়। চুললাটা তখনাে ধরানাে হয়নি। কেউ এলে মিসেস হল চুলাে জ্বালায়। এরপর লােকটার জন্য খাবার বানাতে যায়। এই শীতের সময় এখানে তেমন কেউ আসে না ঘর ভাড়া নিতে। ইপিং নামের এই জায়গায় এই হােটেলটা শীতের সময় তেমন খরিদ্দার পায় না। মহিলা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়ে এই অতিথির সেবাযত্নে। রান্নার পাতিলে তাড়াতাড়ি মাংস চাপায়। বলে কাজের মেয়ে মিলিকে এই লােকটার ঘর খুব ভালাে করে গুছিয়ে দাও। এরপর একটা টেবিল এনে লােকটার সামনে রাখে। যদিও চুলােটা গনগন করে জ্বলছে, এমন সময় লােকজন তার কোট হ্যাট খুলে ফেলে কিন্তু লােকটা কোনাে কিছু খােলে না।