Note : All deposit is refundable
কাহিনী সংক্ষেপঃ জিতু আর তার পোষা ভূত টি এবারে চলেছে স্কুলের পিকনিকে। পথিমধ্যে হুট করে বাস বন্ধ হয়ে গেল। সাধারণ দূর্ঘটনা ভেবে সবাই নীচে নেমে যেই বাতাস খাচ্ছে ঠিক তখনই বোঝা গেল এর মধ্যে একটা কিনুত আছে। হঠাত করে 'বস' এঁর উদয় হল সাথে কঞ্চি বনস্পতি। টি কে এঁর মধ্যে আবার হারিয়ে ফেললো জিতু, কী করবে বুঝতে না পেরে হাল ছেড়ে দেবার আগেই সাথে সাহস আর বুদ্ধি দেবার জন্যে চলে এল নতুন বন্ধু টিনা। তারা খুঁজে পাবে তো টি কে? আনন্দের পিকনিক শেষে আবার কষ্টের হয়ে যাবে নাতো?