Note : All deposit is refundable
মানে স্যার, সবাই প্রথমে হাইড্রোকেফালাস ভাবলেও পরীক্ষা করে দেখা গেছে, মস্তিষ্কে পানি জমেনি। ভেন্ট্রিকলগুলাে ঠিকঠাকই আছে। মাথার সিটি স্ক্যান পুরােপুরি নরমাল । কিন্তু এদের ব্রেন ম্যাটার বেশি ভারী। ফ্রম দ্য ভেরি বিগিনিং। জন্মের আগে থেকেই। অতি ভারী ব্রেনকে জায়গা দিতে গিয়ে মাথার খুলিটা আপনা থেকেই বড় হয়ে গেছে। গত দেড় বছরে বিভিন্ন হাসপাতালে জন্ম নিয়েছে এ রকম আটটা শিশু। সবাই অবজারভেশনে আছে। মাথা বড় ছাড়া আর কোনাে সমস্যা নেই, স্যার। ইন্দ্রিয় সব স্বাভাবিক। মাইলস্টোনস অব ডেভেলপমেন্ট এবং গ্রোথও নরমাল।