Note : All deposit is refundable
সারা দেশ কী অপরূপ মনে হচ্ছে! গরমের সময় গমের ক্ষেত হলুদবর্ণ হয়ে আছে, জইক্ষেত সব বুজ; শুকনাে খড়কুটো মাঠের মধ্যে জড় করে রাখা হয়েছে, বকগুলাে লম্বা লম্বা ঠ্যাং নিয়ে ঠুকঠুক করে হেঁটে বেড়াচ্ছে আর কথা বলছে মিশরি ভাষায় মা'র কাছ থেকে তারা এ ভাষাই রপ্ত করেছে কিনা তাই। সামনের মাঠ আর ক্ষেতের একদিক দিয়ে সবুজ বনানীর সারি চলে গেছে দিগন্ত ছুঁয়ে; ওই বনের মধ্যে এক গভীর স্বচ্ছ সরােবর ! সত্যিই, চারদিকে কী অপরূপ শােভা! অনেক পুরনাে একটা বাড়ি, সূর্যালােকে বড় চমৎকার দেখাচ্ছে; বাড়িটার চারদিক ঘিরে খাল চলে গেছে। প্রাচীর থেকে খালের কিনারা পর্যন্ত এক ধরনের বুনাে লতাপাতার গাছ, বার্ডর্ক লতা ভর্তি হয়ে আছে;