Note : All deposit is refundable
নিলি প্রথমে বিশ্বাস করতে পারেনি গিটোরা সত্যি সত্যি দিবিন আর রাইবােকে হত্যা করবে। এখন আর অবিশ্বাস করার কিছু নেই। কারণ সে দেখেছে কী নিষ্ঠুরভাবেই-না তাদের দুজনকে হত্যা করেছে গিটোরা । ঐ দৃশ্যগুলাে সে মনে করতে চায় না। দৃশ্যগুলাে এতটাই ভয়ংকর ছিল যে নিলি একসময় চোখ বন্ধ করে রাখতে বাধ্য হয়েছিল । দিবিন আর রাইবাের মরণচিকার তখন তার হৃদয়কে একেবারে ফালা ফালা করে দিচ্ছিল। সে বার বার আশা করছিল হয় তার নিজের মৃত্যু হােক কিংবা সে জ্ঞান হারিয়ে ফেলুক। কিন্তু সেরকম কিছুই হয়নি। সম্পূর্ণ সময়টা জেগে থেকে নরকযন্ত্রণা পাওয়ার মতাে মানসিক কষ্ট ভােগ করতে হয়েছে তাকে।